ইসলরাইল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিলো ব্রাজিল
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মে ২০২৪, ২২:০৬
ইসরাইলে নিযুক্ত রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। বুধবার (২৯ মে) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল আনুষ্ঠানিকভাবে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। তবে এ ব্যাপারে ইসরাইলকে কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়া হয়নি। সেজন্য আগামীকাল বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ব্রাজিলের উপ-রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্রটি আরো জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধে গাজায় গণহত্যা চালানোয় ইসরাইলের সাথে ব্রাজিলের সম্পর্ক খারাপ হয়ে যায়। এরই মধ্যেই নিজেদের রাষ্ট্রদূতকে ইসরাইল থেকে প্রত্যাহার করে নিয়ে গেছে দেশটি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে চলমান গাজা যুদ্ধ নিয়ে ব্রাজিল-ইসরাইলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ওই সময় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছিলেন যে গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে। একইসাথে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হিটলারের সাথেও তুলনা করেন। তখন ক্ষিপ্ত হয়ে ইসরাইল ব্রাজিলের প্রেসিডেন্টকে অবাঞ্চিত ঘোষণা করে।
সূত্র: টাইমস অব ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা