আগস্টে জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরীয় নেতৃবৃন্দের বৈঠক
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জুলাই ২০২৩, ১৪:১৬
আগস্টে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতারা আমেরিকায় এক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সিউলের প্রেসিডেন্ট কার্যালয় এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু হুমকি মোকাবেলায় এই তিন দেশ তাদের সামরিক সহযোগিতা জোরদারের পরিপ্রেক্ষিতে শীর্ষ বৈঠকের খবরটি এলো।
দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এরই মধ্যে কৌশলগত পরমাণুসহ অস্ত্র উৎপাদন জোরদার করতে উত্তর কোরীয় নেতা কিম জং উন আহ্বান জানিয়েছেন।
এ পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল দীর্ঘ দিনের মিত্র ওয়াশিংটনের সাথে সম্পর্ক আরো নিবিড় করেছেন। এমনকি উত্তর কোরিয়াকে ঠেকাতে সাবেক ঔপনিবেশিক শক্তি জাপানের সাথেও ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলছে সিউল।
সিউলের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন আমেরিকায় আগস্টে অনুষ্ঠিত হবে।
সম্মেলনের স্থান ও তারিখ পরে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ‘ইয়ুনহাপ’ জানিয়েছে, ১৮ আগস্ট ওয়াশিংটনের কাছে ক্যাম্প ডেভিডে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা