২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ - ছবি : সংগৃহীত

সরকারি তথ্য অনুযায়ী, ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাও পাওলো রাজ্যের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগে মৃতের সংখ্যা শনিবার বেড়ে ৫৭ জনে পৌঁছেছে। গত সপ্তাহান্ত থেকে তুমুল বৃষ্টিপাতের কারণে ব্রাজিলের এই রাজ্যের উপকূলীয় শহরগুলোতে ভূমিধস ও বন্যার সৃষ্টি হয়। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাও সেবাস্তিও শহর। নিহতদের ৫৬ জনই এ শহরের বাসিন্দা।

সাও পাওলো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আরো বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

চাপ এড়ানোর লক্ষ্যে, স্থানীয় সরকার এ অঞ্চলের শহরগুলোতে পর্যটকদের আপাতত না আসার অনুরোধ জানিয়েছে। এছাড়া, উপকূলীয় অঞ্চলে খাদ্য, পানি, জ্বালানি ও অন্যান্য নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার।

ভুক্তভোগীদের উদ্ধারে সহায়তা করতে বৃহস্পতিবার ব্রাজিলের নৌবাহিনীর একটি জাহাজ সাও সেবাস্তিও শহরে এসে পৌঁছেছে। এই জাহাজটি একটি জরুরি ফিল্ড হাসপাতাল হিসেবে কাজ করবে। এতে হেলিকপ্টার, অবতরণ যান ও হাসপাতাল শয্যার সুবিধা রয়েছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement