পেরুর দক্ষিণাঞ্চলে ভূমিধসে ১৫ জনের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৭
পেরুর দক্ষিণাঞ্চলে ভূমিধসে ১৫ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো দু’জন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
আরেকুইপা অঞ্চলের ন্যাশনাল সিভিল ডিফেন্স ইনস্টিটিউট অধিদফতর জানায়, এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। সেখানে প্রবল বর্ষণের কারণে রোববার কাদার ঢল ও পাথর ধস শুরু হয়।
ভূমিধসে নিকোলাস ভ্যালকারসেল নামের একটি এলাকার চারটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকুইপার গভর্নর রোহেল সানচেজ ‘ক্যানাল এন’ টেলিভিশনকে বলেন, ‘এই চারটি গ্রামের পরিস্থিতি সত্যিই খারাপ।’
গভর্নর আরো বলেন, এ সময় ওই সব গ্রামের কাছাকাছি বিভিন্ন পাহাড়ে খনি শ্রমিকরা কাজ করছিল এবং সম্ভাবত তারা ভেসে গেছে।
সানচেজের মতে, এতে আরেকুইপায় থাকা প্রায় ১২ হাজার মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরেকুইপার কর্মকর্তারা রাজধানী লিমার সরকারকে এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করতে বলেছেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা