২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পেরুতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস খাদে পড়ে নিহত ২৪

পেরুতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস খাদে পড়ে নিহত ২৪ - ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

শনিবার সকালে পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে তারা হতাহতের কোনো তথ্য উল্লেখ করেনি।

সুট্রান জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াংকা ট্যুরস আগুইলা ডোরাডা নামক একটি কোম্পানির বাস দুর্ঘটনায় পড়ার পর বিপর্যয়কর এই ঘটনা ঘটে। সংস্থাটি বলছে, বাসটিতে হালনাগাদ নিরাপত্তা পরিদর্শন করা হয়েছিল এবং এই যানবাহনটির দুর্ঘটনা বীমা রয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।

রয়টার্স বলছে, পেরুতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ বিষয়। কারণ দেশটির অনেক চালক বিপজ্জনক রাস্তায় এবং যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালিয়ে থাকেন।

এর আগে, ২০২১ সালে আন্দিজ পর্বত-সংলগ্ন একটি হাইওয়ে থেকে বাস খাদে পড়ে ২৯ জন নিহত হন।

সূত্র : রয়টার্স 


আরো সংবাদ



premium cement