হাসপাতাল ছাড়লেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জানুয়ারি ২০২৩, ০৯:৫৮
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার অরল্যান্ডোর কাছের একটি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
পরিবারের সাথে সম্পৃক্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ওই সূত্রের বরাতে বুধবার এ সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগে ফ্লোরিডায় উড়ে গিয়েছিলেন বলসোনারো। এরপর তার কয়েক শ‘ সমর্থক ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে তাণ্ডব চালায়।
বলসোনারোর স্ত্রী ফ্লোরিডার স্থানীয় সময় সোমবার জানান, অন্ত্রে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১৮ সালে ছুরিকাঘাতের শিকার হন বলসোনারো। ছুরিকাঘাতের স্থানে প্রায়ই ব্যথা অনুভব করেন তিনি।
এদিকে ব্রাজিলে সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের সরকারি ভবনে হামলার পর সাবেক সামরিক পুলিশ কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শীর্ষ সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।
অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয়, যাদের গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে তাদের মধেথ্য রয়েছেন সাবেক পাবলিক সিকিউরিটি প্রধান অ্যান্ডারসন টোরেস, ব্রাসিলিয়ার সামরিক পুলিশের কমান্ডার কর্নেল ফ্যাবিও আগাস্টো এবং 'দাঙ্গার সাথে জড়িত ব্যক্তিরা।'
ব্রাজিল সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি মঙ্গলবার তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেন। সাবেক প্রেসিডেন্ট জাইর বোসসোনার সমর্থকদের কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে বলপূর্বক ঢুকে পড়ার প্রেক্ষাপটে এই আদেশ দেয়া হলো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা