ব্রাজিলে স্কুলে গুলি, নিহত ৩
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ নভেম্বর ২০২২, ১৩:০৭, আপডেট: ২৬ নভেম্বর ২০২২, ১৬:৪৯
ব্রাজিলে পৃথক দু’টি স্কুলে গুলি চালিয়েছে এক বন্দুকদারী। তার সরাসরি গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার (জিএমটি ১৩:০০) দিকে এসপিরিটো সান্তো রাজ্যের ছোট শহর আরাক্রুজের দুটি স্কুলে এ ঘটনা ঘটে।
এক কিশোর সামরিক বাহিনীর পোশাক পরে রাজ্যের একটি সরকারি স্কুল এবং একটি প্রাইভেট স্কুলে গুলি চালায়, এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, তারা প্রাথমিকভাবে সন্দেহ করছে যে বন্দুকধারী কিশোর ওই স্কুলগুলোর একটির সাবেক শিক্ষার্থী। কিন্তু ওই রাজ্যের জননিরাপত্তা বিভাগের প্রধান মার্সিও সেলান্তে এটা নিশ্চিত নয় বলে জানান।
তিনি এক বিবৃতিতে বলেন, পুলিশ ও উদ্ধার কর্মীরা আহতদের উদ্ধার করেছে এবং ঘাতককে আটকের চেষ্টা করছে।
সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এটাকে ‘মর্মান্তিক ঘটনা’ বলে উল্লেখ করেন।
লুলা বলেন, ‘আমি মামলার তদন্তে গভর্নর কাসাগ্রান্ডকে সহায়তা প্রদান করবো। এছাড়াও আক্রান্ত দু’টি স্কুল কর্তৃপক্ষকে সহায়তা করা হবে।’
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা