মেক্সিকোয় বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৮
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ অক্টোবর ২০২২, ১২:২৭
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বন্দুক হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে নগরীর মেয়রও রয়েছেন। শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পুলিশ বলছে, স্যান মিগেল টোটোলাপান নামের ওই শহরে স্থানীয় সময় দুপুর ২টায় ওই বন্দুকধারী হামলা চালায়। লস টেকুইলেরস নামে একটি গ্রুপকে এ হামলায় অভিযুক্ত করা হয়েছে।
বিবিসি বলছে, বন্দুকধারীদের হাতে নিহতের শিকার ব্যক্তিদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং কাউন্সিল কর্মীরাও রয়েছেন। হত্যাকাণ্ডের পর মাটিতে পড়ে থাকা রক্তাক্ত মরদেহের গ্রাফিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
বেশ কিছু রিপোর্টে বলা হচ্ছে, বুধবার নিহত মেয়র মেন্ডোজা আলমেদার বাবা হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাও ছিলেন সাবেক মেয়র এবং সিটি হলে হামলার আগে তাকেও তার বাড়িতে হত্যা করে বন্দুকধারীরা।
কৌঁসুলি সান্দ্রা লুজ ভালদোভিনোস মিলোনিও টেলিভিশনকে জানান, গুয়েরেরো রাজ্যের টোটোলোপানে বুধবার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে আরো দুজন আহত হয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা