২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রাজিলে মাঙ্কিপক্সে প্রথমবারের মতো একজনের মৃত্যু

ব্রাজিলে মাঙ্কিপক্সে প্রথমবারের মতো একজনের মৃত্যু -

ব্রাজিলে শুক্রবার মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশের রাজধানী বেলো হরিজন্তে এই ঘটনা ঘটে। ৪১ বছর বয়সী নিহত ওই ব্যক্তি ক্যান্সারসহ অন্যান্য গুরুতর ক্লিনিকাল অবস্থার কারণে চিকিৎসাধীন ছিলেন এবং এই রোগে আক্রান্ত হলে তার স্বাস্থ্যের অবনতি হয়।

তবে মন্ত্রণালয় নিহত ব্যক্তির নাম প্রকাশ করেনি। তিনি বেলো হরিজন্তের একটি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

প্রদেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, মিনাস গেরাইসে ৪৪ জন এই রোগে আক্রান্ত হয়েছেন এবং সন্দেহভাজন ১৩০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বুধবার পর্যন্ত ব্রাজিলে ৯৭৮ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement