২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লাফালাফি করায় উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু!

মেক্সিকোর কিউয়েরনাভাকা শহরে নতুন একটি সেতু উদ্বোধনের পরেই ভেঙে পড়ে - ছবি : সংগ্রহ

উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতুটি। ভারবহন ক্ষমতার বেশি লোকজন ওঠার কারণেই এটি ভেঙ্গে পড়ে বলে জানিয়েছেন মেক্সিকোর কিউয়েরনাভাকা শহরের মেয়র। বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ভারতীয় এক সংবাদমাধ্যম।

জানা যায়, সেতুতে উঠে প্রায় ১০ ফুট উঁচু থেকে আছড়ে নিচে পড়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে আটজনের হাড় ভেঙে যাওয়ায় আহত হয়েছেন মারাত্মকভাবে।

ঝুলন্ত সেতুটি উদ্বোধন করেন ওই শহরের মেয়র হোসে লুইস। উদ্বোধনের পর ব্যবহারের জন্য সেতুটি খুলে দেয়া হয়। মেয়র এবং তার স্ত্রীসহ ২০ জন সেই সেতুতে ওঠেন। সেতু পারাপার করতে গিয়েই সেটি ভেঙে পড়ে। উদ্বোধনের পরেই এমন ঘটনা ঘটায় চরম অস্বস্তিতে পড়ে স্থানীয় প্রশাসন।

মেয়র জানান, সেতুতে উঠেই কয়েকজন লাফালাফি শুরু করেন। সেতুর ভারবহন ক্ষমতার অতিরিক্ত লোক উঠে পড়ার কারণেই এমন বিপত্তি ঘটেছে বলেই দাবি করেন তিনি।

সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement

সকল