২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তথ্য না দেয়ায় টুইটার না কেনার হুমকি ইলন মাস্কের

তথ্য না দেয়ায় টুইটার না কেনার হুমকি ইলন মাস্কের - ছবি : সংগৃহীত

ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন, ‘তারা সক্রিয়ভাবে তথ্যের অধিকারকে ব্যাহত করেছে’। টুইটারের ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

সোমবার টুইটারকে দেয়া এক চিঠিতে আমেরিকার ধনকুবের এলন মাস্ক এই অভিযোগ করেন। সতর্ক করেন, যে তথ্যগুলো চান সেগুলো তাকে দেয়া না হলে কোম্পানিটি কিনে নেয়ার ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব থেকে সরে দাঁড়াবেন। টুইটারের আচরণকে তাদের দায়িত্বের ‘সুস্পষ্ট ও বাস্তব লঙ্ঘন’ বলেও উল্লেখ করেন মাস্ক।

ওই চিঠির মতে, ‘মাস্ক বিশ্বাস করেন যে, একীভূতকরণের চুক্তিতে থাকা দায়িত্ব পালনে টুইটার পরিষ্কারভাবেই অস্বীকৃতি জানাচ্ছে। যার ফলে সন্দেহ আরো বৃদ্ধি পেয়েছে যে কোম্পানিটি অনুরোধ করা তথ্যগুলো লুকাচ্ছে কারণ, তারা উদ্বিগ্ন যে সেই তথ্যে মাস্কের নিজস্ব বিশ্লেষণে কী বের হয়ে আসবে।’

আরো বলা হয়, ‘টুইটার বাস্তবে গত ৯ মে থেকে মাস্কের বারবার অনুরোধ করা তথ্যগুলো দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই তথ্যগুলো প্ল্যাটফর্মটিতে স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্ট বিষয়ে তার পর্যালোচনার জন্য প্রয়োজন। টুইটারের সর্বসাম্প্রতিক প্রস্তাবে তারা শুধুমাত্র কোম্পানিটির নিজস্ব পরীক্ষার পদ্ধতি সম্পর্কে অতিরিক্ত বিস্তারিত তথ্য দেয়ার কথা বলেছে, সেটা লিখিত আকারে হোক বা মৌখিকভাবে ব্যাখ্যা করে, যা কিনা মাস্কের তথ্যের অনুরোধ প্রত্যাখ্যান করার সমতুল্য।’

মাস্কের চিঠির বিষয়ে টুইটার কোনো মন্তব্য করেনি। অবশ্য সোমবার ‍দিনের শুরুর লেনদেনে টুইটারের শেয়ারমূল্য ৫ শতাংশের বেশি পড়ে যায়।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement