২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলির ঘটনায় মামলা ও তার পরিণতি

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলির ঘটনায় মামলা ও তার পরিণতি। - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলির ঘটনায় বিভিন্ন সময় মামলা হয়েছে। কেমন হয়েছিল।এসব মামলার পরিণতি?

কলোরাডো অবস্থিত কলম্বাইন হাইস্কুলে ১৯৯৯ সালে দু’শিক্ষার্থীর হামলায় এক শিক্ষকসহ ১৩ জন নিহত হয়। এরপর স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়। কিন্তু সরকারি ইমিউনিটির কারণ দেখিয়ে প্রায় সবগুলোই খারিজ করে দেয়া হয়। শুধু পুলিশের বিরুদ্ধে নিহত শিক্ষকের মেয়ের করা মামলাটি চলছিল।

শিক্ষকের মেয়ের অভিযোগ ছিল, হামলাকারীদের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও পুলিশ তার বাবার চিকিৎসা করতে চিকিৎসকদের সেখানে যেতে দেয়নি। মামলাটি সাড়ে ১৩ কোটি টাকায় রফা হয়েছিল। নিহতদের পরিবারেরাও দুই হামলাকারীর পরিবার ও হামলাকারীদের বন্দুক পেতে সহায়তা করা দু’ব্যক্তির সাথে ২২ কোটি ৪০ লাখ টাকায় আপস করেছিল।

মিনেসোটা অবস্থিত রেড লেক সিনিয়র হাইস্কুলে ২০০৫ সালে সাবেক শিক্ষার্থী জেফ ওয়াইজের হামলায় সাতজন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন কয়েকজন। হতাহতদের পরিবার স্থানীয় স্কুল কর্তৃপক্ষের সাথে ৯ কোটি ও স্কুলে সঙ্কটকালীন সমস্যা মোকাবিলার পরিকল্পনা তৈরি করা একটি কোম্পানির সাথে ১৩ কোটি টাকায় আপস করেছিল।

ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে ২০০৭ সালে শিক্ষার্থী সেয়ুং-হুইয়ের হামলায় ৩২ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ২৩ জন। হতাহতদের মধ্যে কয়েকজনের পরিবার স্কুলের বিরুদ্ধে মামলা করেছিল। কিন্তু ২০১৩ সালে ভার্জিনিয়া সুপ্রিম কোর্ট রায় দেন, তৃতীয় পক্ষের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করার আইনি দায়িত্ব স্কুলের নয়।

কানেক্টিকাটে অবস্থিত স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে ২০১২ সালে অ্যাডাম লানজার গুলিতে ছয় ও সাত বছর বয়সি ২০ জন শিশু ও ছয়জন স্টাফ প্রাণ হারান। নিহত পাঁচ শিশু ও চার স্টাফের পরিবার হামলায় ব্যবহার করা বুশমাস্টার এআর-১৫ রাইফেল প্রস্তুতকারক রেমিংটন আর্মসের বিরুদ্ধে মামলা করেছিল। পরে সেটি সাড়ে ৬০০ কোটি টাকায় রফা হয়েছিল। যুক্তরাষ্ট্রে গুলির ঘটনায় কোনো অস্ত্র প্রস্তুতকারকের আপসে যাওয়ার এটিই প্রথম ঘটনা।

ফ্লরিডাতে অবস্থিত মার্জোরি স্টোনম্যান ডুগলাস হাইস্কুলে ২০১৮ সালে সাবেক শিক্ষার্থী নিকোলাস ক্রুজের হামলায় তিনজন স্টাফ ও ১৪ জন শিক্ষার্থী প্রাণ হারান। হামলার সময় স্কট পেটারসন নামের এক পুলিশ কর্মকর্তা স্কুলে দায়িত্বরত অবস্থায় ছিলেন। কিন্তু গোলাগুলি চলার সময় তিনি বাইরে থাকায় ব্যাপক সমালোচিত হন। পরে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার মামলা করা হয়। এ বছরের শেষে বিচার শুরু হওয়ার কথা।

টেক্সাসে অবস্থিত সান্তা ফে হাইস্কুলে ২০১৮ সালে শিক্ষার্থী দিমিত্রিয়স প্যাগুর্টজিসের শটগান ও রিভলবার দিয়ে চালানো হামলায় ১০ জন নিহত ও ১৩ জন আহত হন। নিহত দুইজনের পরিবার হামলাকারীর পরিবারের বিরুদ্ধে অস্ত্র নিরাপদে না রাখার অভিযোগে মামলা করেছে। এছাড়া বয়স পরীক্ষা করে না দেখে অস্ত্র বিক্রি করায় অস্ত্র বিক্রির অনলাইন পোর্টাল লাকিগানার ডটকমের বিরুদ্ধেও মামলা করে নিহত কয়েকজনের পরিবার। দু’টি মামলারই প্রক্রিয়া শুরুর অপেক্ষায় আছে।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement