২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কলম্বিয়ার বন্যায় ১২ জনের প্রাণহানি

- ছবি : সংগৃহীত

প্রবল বৃষ্টি ও বন্যায় কলম্বিয়ার পাহাড়ী উত্তর-পশ্চিমাঞ্চলে একটি খনির শিবিরে কমপক্ষে ১২ জনের প্রাণহানি হয়েছে এবং আরো দু’জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বন্যায় আরো ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এএফপির খবরে বলা হয়, স্থানীয় টেলিভিশনকে মেয়র হেক্টর উরেগো বলেছেন, বুধবার সন্ধ্যায় অ্যান্টিওকিয়া বিভাগের অ্যাব্রিয়াকির এক খনিতে একদল শ্রমিক রাতের খাবার খাওয়ার সময় আকস্মিকভাবে বন্যার পানি প্রবেশ করে।

তিনি বলেন, ছেলেরা রাতের খাবার খাচ্ছিল, কেউ কেউ বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিল, অন্যরা কাজ ছেড়ে চলে যাচ্ছিল। এ সময় পোরভেনির সোনার খনিতে বন্যা আসে।

তিনি আরো বলেন, আমাদের কাছে বারোটি প্রাণহিন লাশ রয়েছে এবং এখনো দু’টি নিখোঁজ রয়েছে।

অ্যান্টিওকিয়া সরকারের মতে, বন্যায় খনির শিবিরের এক স্তর ও পাশাপাশি একটি প্ল্যান্টের কিছু অংশ ধ্বংস হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিখোঁজদের উদ্ধারের প্রচেষ্টা শুক্রবার সকাল পর্যন্ত স্থগিত থাকে।

উরেগো আরো বলেন, আরো বন্যার ঝুঁকির কারণে ২০টি পরিবারকে কাছাকাছি একটি শহর থেকে সরিয়ে নেয়া হয়েছে। ভূমিধসের কারণে বেশ কিছু গ্রামীণ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

প্রেসিডেন্ট ইভান ডুক টুইটারে নিহতদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট বলেন, ত্রাণ সংস্থাগুলি নিখোঁজদের জন্য অনুসন্ধান অভিযানে কাজ করছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই বর্ষা মৌসুমে এখন পর্যন্ত অ্যান্টিওকিয়ায় বন্যায় ১৭ জন মারা গেছে, অ্যাব্রিয়াকিতে বন্যার কয়েক ঘণ্টা আগে, পার্শ্ববর্তী শহর বারবোসায় ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে এক নারীর মৃত্যু হয়।

ফেব্রুয়ারিতে, মধ্য-পশ্চিম রিসারালদা প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট একটি ভূমিধসে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি এবং ৩৪ জন আহত হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement