২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আর্জেন্টিনায় ভেজাল কোকেনে অন্তত ১৭ জনের মৃত্যু

- ছবি : সংগৃহীত

লাতিন আমেরিকায় আর্জেন্টিনা কার্যত মাদকের রাজধানীতে পরিণত হয়েছে। একাধিক ড্রাগ কার্টেল বা মাদক পাচারকারী দেশের রাজনীতির সাথে যুক্ত। বস্তুত বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, আর্জেন্টিনার মাদকচক্র দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে। এই পরিস্থিতিতে বুধবার দেশের প্রশাসন জানিয়েছে, রাজধানী বুয়েনস আয়ারসে ভেজাল মাদক খেয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৪ জনকে। তারাও মৃত্যুর মুখোমুখি।

জানা গেছে, মৃত এবং অসুস্থ সবাই কোকেন সেবন করেছিলেন। প্রশাসনের ধারণা, সম্প্রতি বুয়েনস আয়ারসের ওই অঞ্চলে যে কোকেন বিক্রি হচ্ছে, সেখানে কোকেনের সাথে আরো কোকেনের কোনো রাসায়নিক মেশানো হয়েছিল। সেই রাসায়নিক সরাসরি স্নায়ুতন্ত্রে গিয়ে আঘাত করছে। যার জেরে ১৭ জনের মৃত্যু হয়েছে।

প্রশাসনের দাবি, দাম কমানোর জন্য বহু সময়েই মাদক কারবারিরা কোকেনে নানা ধরনের রাসায়নিক মিশিয়ে দেয়। বহু সময়েই দেখা যায়, সেই রাসায়নিকের প্রভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বেশ কিছু মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের মাধ্যমে কোকেনের ডিলারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। স্থানীয় প্রশাসন টেলিভিশনে বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই অঞ্চলে কোনো ব্যক্তি যেন সম্প্রতি কেনা কোকেন সেবন না করেন।

আর্জেন্টিনায় প্রকাশ্যে কোকেনের মতো মাদক বিক্রি হয়। সরকার বহুবার তা বন্ধ করার কথা বললেও বাস্তবে তা সম্ভব হয়নি। কারণ মাদকচক্রগুলো অত্যন্ত সক্রিয়। তারা সরকার বদলে দেয়ার ক্ষমতা রাখে বলেও বিশেষজ্ঞদের বক্তব্য। আর্জেন্টিনার পাশেই বলিভিয়া এবং প্যারাগুয়ে। ওই দুই দেশেও সক্রিয় মাদকচক্র। বিপুল পরিমাণ মাদক তৈরি হয় সেখানে।

সূত্র : ডয়চে ভেলে, রয়টার্স, এপি, এএফপি

দেখুন:

আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল