হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন শিওমারা কাস্ত্রো
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জানুয়ারি ২০২২, ১৬:০৯, আপডেট: ২৮ জানুয়ারি ২০২২, ১৬:১৯
হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শিওমারা কাস্ত্রো। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
হন্ডুরাসের চরম রাজনৈতিক সঙ্কটের সময়ে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান এ শিওমারা কাস্ত্রো (৬২)। রাজনৈতিক সঙ্কটের কারণে এ গরীব দেশটির জন্য শিওমারার অনেক পরিকল্পনা সফল না হওয়ারও শঙ্কা আছে।
অভিষেক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ বামপন্থী নেত্রী বলেন, তিনি একটি ভঙ্গুর দেশের ক্ষমতা পেয়েছেন। কিন্তু, তিনি এ দেশটিতে (হন্ডুরাসে) সামাজিক ন্যায় বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন। তিনি হন্ডুরাসে দুর্নীতিমুক্ত শাসন কায়েম করার প্রতিজ্ঞা করেছেন।
হন্ডুরাসের শক্তিশালী মাদক পাচারকারী চক্রকে দমন করা এবং কঠোর গর্ভপাতবিরোধী আইন সহজ করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন শিওমারা কাস্ত্রো। কিন্তু, তার দল লিবরে পার্টির অনেকেই তার এসব সিদ্ধান্তের বিরোধী। এ কারণে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হওয়ারও শঙ্কা আছে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা