২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টিগ্রায়ে ত্রাণের অভাবে জীবনের ঝুঁকিতে শরণার্থীরা : জাতিসঙ্ঘ

টিগ্রায়ে ত্রাণের অভাবে জীবনের ঝুঁকিতে শরণার্থীরা : জাতিসঙ্ঘ - ছবি : সংগৃহীত

মানবিক সহায়তার সুযোগ না থাকায়, ইথিওপিয়ার যুদ্ধরত টিগ্রায়ের উত্তরাঞ্চলীয় প্রদেশে হাজার হাজার ইরিত্রিয়ান শরণার্থী জীবনের প্রতি হুমকির মধ্যে বসবাস করছে বলে জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার সদস্যরা বলেছেন, তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো টিগ্রায়ের দক্ষিণাঞ্চলে ইরিত্রিয়ান শরণার্থীদের জন্য মাই আইনী এবং আদি হারুশ ক্যাম্প পরিদর্শন করার সময় ওখানকার পরিস্থিতি দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। তীব্র লড়াই এবং নিরাপত্তার উদ্বেগ থাকায় এখন পর্যন্ত সেখানে পৌঁছানো বেশ ঝুঁকিপূর্ণ।

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র বরিস চেশিরকভ বলেছেন, তাদের দলটি ভীত সন্ত্রস্ত শরণার্থীদের পর্যাপ্ত খাবারের জন্য প্রতিনিয়ত লড়াই করতে দেখেছে। তিনি বলেন, তাদের ওষুধের অভাব ছাড়াও বিশুদ্ধ পানির সামান্য কিংবা বলতে গেলে কোনোরকম সুবিধাই নেই।

চেশিরকভ বলেন, শরণার্থীরা গত ছয় সপ্তাহে ২০টিরও বেশি ক্রমবর্ধমান এমন মৃত্যুর কথা ইউএনএইচসিআরকে জানিয়েছে যা প্রতিরোধ করা যেত। তাদের এই পরিস্থিতি মূলত ওষুধ ও স্বাস্থ্য পরিষেবার অভাবের কারণেই ঘটেছে। গত জানুয়ারির শুরু থেকে, ওষুধ সম্পূর্ণ ফুরিয়ে যাওয়ার কারণে ক্যাম্পের চিকিৎসা কেন্দ্রগুলো মূলত বন্ধই আছে।

২০২০ সালের নভেম্বরে টিগ্রায় প্রদেশে ইথিওপিয়ান সামরিক বাহিনীর অনুপ্রবেশের পর থেকে অবস্থার গুরুতর অবনতি হয়েছে। এরপর থেকে গৃহযুদ্ধ ইথিওপিয়ার উত্তরাঞ্চলের অন্য স্থানে ছড়িয়ে পড়ে। সেখানে কড়াকড়িভাবে অবরোধ আরোপের ফলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ওই এলাকায় জ্বালানিসহ মানবিক সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।

চেশিরকভ বলেন, ক্ষুধা চরম আকারে বাড়ছে। কারণ খাদ্য সরবরাহ এই অঞ্চলে নেয়া যাচ্ছে না। তিনি বলেন, দুটি শিবিরে খাবার ফুরিয়ে আসছে এবং শরণার্থীরা খাবার পেতে তাদের কাপড়সহ অন্য জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হচ্ছে।

চেশিরকভ বলেন, যদি খাদ্য, ওষুধ, জ্বালানি ও অন্য সরবরাহ অবিলম্বে আনা না যায়, যদি আমরা শরণার্থীদের বিপজ্জনক পরিস্থিতি থেকে সরিয়ে নিতে না পারি, এবং আমরা যদি শরণার্থীদের বিপদের পথ থেকে অন্যত্র সরিয়ে নিতে না পারি যেখানে আমরা তাদের জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারব, তাহলে আরো শরণার্থী নিশ্চিত মারা যাবে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল