২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কারাগারে সহিংসতা : ইকুয়েডরে ১০০ ছাড়াল বন্দী মৃত্যু সংখ্যা

কারাগারে সহিংসতা : ইকুয়েডরে ১০০ ছাড়াল বন্দী মৃত্যু সংখ্যা - ছবি : সংগৃহীত

ইকুয়েডরের গুয়ায়েকিলের একটি কারাগারে বন্দুক যুদ্ধ ও বিস্ফোরণে বন্দী মৃত্যুর সংখ্যা এক শ’ ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫২ জন।

সরকারি কারাগার কর্তৃপক্ষ বুধবার এ কথা জানায়।

আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাস্তো বুয়েনানো জানান, মঙ্গলবার বন্দুক যুদ্ধ এবং গ্রেনেড বিস্ফোরণে এসব বন্দী প্রাণ হারিয়েছে।

কারাগার কর্তৃপক্ষ টুইট করে বলেছে, এক শ’ বেশি বন্দীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে আরো ৫২ জন।

জাতীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, অন্তত ছয়জনের শিরচ্ছেদ করা হয়েছে। কারাগারের নিয়ন্ত্রণ নিতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছে। কারণ বন্দীরা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য বন্দুক হামলা চালিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো টুইট করে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে বলেছেন, তিনি দেশে ‘ব্যতিক্রমী পরিস্থতি’ ঘোষণা করেছেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন।

এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় তিনি একটি নিরাপত্তা কমিটিরও নেতৃত্ব দেবেন বলে জানান।

মেক্সিকোর মাদক চক্রের সাথে জড়িত থাকার কারণে ইকুয়েডরের কারাগারগুলোতে বিবদমান গ্রুপের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই দ্বন্দ্ব সংঘাত ঘটে থাকে। সম্প্রতি এ সহিংসতা বেড়ে গেছে।

দেশটির মানবাধিকার সংস্থা অমবুডসম্যান বলেছে, দেশটিতে ২০২০ সালে কারাগারে দাঙ্গায় ১০৩ জন নিহত হয়েছে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল