কিউবায় হাজার লোকের বিরল বিক্ষোভ, পুলিশের গ্রেফতারি অভিযান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জুলাই ২০২১, ১৫:২০, আপডেট: ১৩ জুলাই ২০২১, ১৫:২২
ক্যারেবীয় দেশ কিউবায় করোনা পরিস্থিতিতে অর্থনীতির দুরবস্থা, খাদ্য ও ওষুধের ঘাটতি ও দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে বিরল এক বিক্ষোভ চলছে। রোববার থেকে দ্বীপ দেশটির বিভিন্ন শহরে শুরু হওয়া এই বিক্ষোভে হাজার হাজার লোক অংশ গ্রহণ করেছেন।
অপরদিকে পুলিশ বিক্ষোভে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে গ্রেফতারি অভিযান চালাচ্ছে।
রোববার বিক্ষোভে অংশ নেয়া আলেজান্দ্রো নামের এক বিক্ষোভকারী সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, 'কোনো খাবার নেই, ওষুধ নেই, কোনো প্রকার স্বাধীনতা নেই। তারা আমাদের বাঁচতে দিতে চায় না।'
রাজধানী হাভানাসহ কিউবার বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা 'স্বাধীনতা' ও 'স্বৈরাচারের পতন চাই' স্লোগান দিয়ে রাস্তায় জড়ো হন।
সান অ্যান্টোনিও শহরের বেনামি এক বিক্ষোভকারী বিবিসিকে বলেন, 'আমরা ভীত নই। আমরা পরিবর্তন চাই। আমরা আর স্বৈরাচারকে চাই না।'
বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গ্রেফতারি অভিযান চালাচ্ছে কিউবার পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ পোশাকের পুলিশ সদস্যদের বিক্ষোভকারীদের প্রহার ও আটক করার চিত্র দেখা যায়।
বিক্ষোভের জেরে কিউবায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানা যায়।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এক টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্রকে এই বিক্ষোভের জন্য দায়ী করেছেন। তিনি বলেন, ১৯৬২ থেকে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের মাধ্যমে অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ করা হচ্ছে।
তিনি বিক্ষোভকারীদের মার্কিন 'ভাড়াটে সৈন্য' হিসেবে উল্লেখ করে বলেন, তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। সমর্থকদের তিনি বিক্ষোভ প্রতিরোধ করে বিপ্লব সংরক্ষণের আহ্বান জানান।
এদিকে কিউবায় বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিক্ষোভকারীদের পাশে থাকার কথা জানিয়েছেন।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র কিউবার জনগণের পাশেই তাদের বৈশ্বিক অধিকারের দাবির সমর্থনে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেকোনো প্রকার সহিংসতা বা কিউবার জনগণের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা থেকে দূরে থাকতে।'
অপরদিকে কিউবার পরিস্থিতিতে ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কিউবার প্রেসিডেন্ট ও 'বিপ্লবী সরকারের' প্রতি 'সর্বাত্মক সমর্থনের' ঘোষণা করেছেন।
এছাড়া মেক্সিকো ও রাশিয়া জানিয়েছে, কোনো দেশের উচিত হবে না কিউবার অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করা।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা