২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বলসোনারোর পদত্যাগ চান ব্রাজিলের বেশিরভাগ নাগরিক

জাইর বলসোনারো - ছবি : সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পদত্যাগ চান দেশটির বেশিরভাগ নাগরিক। শনিবার প্রকাশিত এক জরিপ ফলাফল থেকে এই তথ্য জানা যায়।

ব্রাজিলের ডাটাফোলহা সার্ভের পরিচালিত এই জরিপে ৫৪ ভাগ অংশগ্রহণকারী মতামত দেন, প্রেসিডেন্ট বলসোনারোর পদচ্যুতিতে দেশটির পার্লামেন্ট সদস্যদের অভিশংসন প্রক্রিয়ার প্রস্তাবে তাদের সমর্থন থাকবে। অপরদিকে ৪২ ভাগ এর বিরোধিতা করেন।

এর আগে গত মে মাসে ডাটাফোলহার সর্বশেষ প্রকাশিত জরিপে বলসোনারোর পক্ষে বিপক্ষে সমান অংশগ্রহণকারী মতামত দিয়েছিলেন।

করোনাভাইরাস সংক্রমণের কারণে ব্রাজিলে পরিস্থিতি বিধ্বস্ত। মহামারী মোকাবিলায় বলসোনারোর ব্যর্থতায় ক্ষুব্ধ ব্রাজিলীয়রা।

গত বছরের ২৫ ফেব্রুয়ারি ব্রাজিলে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের পর একে 'সামান্য ফ্লু' বলে পাশ কাটিয়েছিলেন বলসোনারো। করোনা মোকাবিলায় যথাযথ ব্যবস্থা না নেয়ায় সংক্রমণের দিক থেকে শীর্ষ দেশের তালিকায় উঠে আসে দেশটি।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জরিপ ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে ব্রাজিলে করোনাভাইরাসে মোট এক কোটি ৯০ লাখ ৬৯ হাজার তিনজন সংক্রমিত হয়েছেন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩২ হাজার নয় শ' ৪৯ জনের।

অপরদিকে ব্রাজিলে করোনাভাইরাস প্রতিরোধে টিকা কেনার বিষয়ে দুর্নীতির অভিযোগও তোলা হচ্ছে বলসোনারোর প্রশাসনের বিরুদ্ধে। গত মাসে দেশটির প্রসিকিউটর জেনারেলের দফতর ঘোষণা করে, তারা ভারতের ভারত বায়োটেক থেকে করোনাভাইরাস প্রতিরোধী কোভ্যাক্সিনের দুই কোটি টিকা ৩২ কোটি ডলারের বিনিময়ে কেনার বিষয়ে তদন্ত করছে।

গত সপ্তাহে ব্রাজিলের বিভিন্ন শহরের হাজার হাজার লোক বলসোনারোর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে

সকল