২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৫-০ গোলে হারবে আর্জেন্টিনা, আশা ব্রাজিল প্রেসিডেন্টের

৫-০ গোলে হারবে আর্জেন্টিনা, আশা ব্রাজিল প্রেসিডেন্টের - ছবি : সংগৃহীত

পছন্দের দলের হয়ে বেমক্কা অনেক কিছু বলে বসেন অনেকেই। তবে সাধারণ সমর্থকেরা এমন কিছু বললে না হয় উড়িয়ে দেয়া যায়। কিন্তু ভরা মজলিশে কথাটা যদি বলেন স্বয়ং ব্রাজিলের প্রেসিডেন্ট!

আর কথাটা যদি হয়, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে ব্রাজিল এক-দুই গোল নয় ৫-০ গোলে হারাবে, তাহলে!

দক্ষিণ আমেরিকা মহাদেশের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন বৈঠকে বসেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। সেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

এ সময় বলসোনারো বলেন, ‘মারাকানায় শনিবার একমাত্র (ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল) দ্বৈরথটি হবে। আমার মতে ব্রাজিল ৫-০ গোলে জিতবে।’ কথাটি বলার সময় হাতের পাঁচটি আঙুলও তুলে দেখান বলসোনারো। ব্রাজিল প্রেসিডেন্টের কথায় মুচকি হাসেন আলবার্তো ফার্নান্দেজ।

বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির এ লড়াইয়ের মোড়কে মুখোমুখি হবেন সময়ের অন্যতম দুই সেরা তারকা লিওনেল মেসি ও নেইমার। সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনালে উঠে আসে ব্রাজিল। অন্য সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়া নিশ্চিত করে আর্জেন্টিনা।

২০১৯ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। চোটের কারণে সে টুর্নামেন্টে খেলেননি নেইমার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এ দ্বৈরথে বাগ্‌যুদ্ধ নতুন কিছু নয়।

ব্রাজিল তারকা রিচার্লিসন যেমন মনে করেন, এটাই স্বাভাবিক এবং মাঠে তারা তিল পরিমাণ ছাড় দেবেন না আর্জেন্টিনাকে, ‘আমরা সামলে নিতে পারব। এগুলো তো শুধু কথা নয়। মাঠের খেলায় কথার ছাপ থাকবে।’ আর্জেন্টিনার সেরা তারকা মেসি হওয়ায় স্বাভাবিকভাবেই তাঁকে আটকানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামবে ব্রাজিল।

এ নিয়ে ব্রাজিলের রক্ষণাত্মক মিডফিল্ডার কাসেমিরো বলেন, ‘মেসি যে প্রান্তে খেলে সেখানে আমি খেলি, এর আগে অনেক ম্যাচেই আমরা মুখোমুখি হয়েছি। তবে আমি একা কাউকে আটকে রাখতে পারব না। এ জন্য সতীর্থদের সাহায্য দরকার। আর মাঠে শুধু একজন খেলোয়াড়কে কেউ আটকে রাখে না। একটা দল ১১ জন নিয়ে খেলে, ১১জন নিয়ে রক্ষণ সামলায়, আক্রমণও করে ১১ জন নিয়েই।’


আরো সংবাদ



premium cement
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে

সকল