করোনা মহামারী অত্যন্ত বিপজ্জনক সময়ের মধ্যে রয়েছে : ডব্লিউএইচও
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জুলাই ২০২১, ২২:৩৪
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গেব্রেয়াসুস বলেছেন, বিশ্ব কোভিড-১৯ মহামারীর ‘অত্যন্ত বিপজ্জনক সময়ের’ মধ্যে রয়েছে। প্রায় ১০০টি দেশে এই ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে।
শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইও প্রধান এই সতর্কবার্তা দেন।
তিনি বলেন, ভারতে প্রথম ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া যায়। এরপর থেকে এটি রূপান্তরিত হচ্ছে এবং এটি অনেক দেশে করোনার একটি অতি সংক্রামক ধরণ হয়ে ওঠেছে।
টেড্রস বলেন, আমরা ইতোমধ্যে বিশ্ব নেতাদের প্রতি আগামী বছরের মধ্যে তাদের দেশের ৭০ শতাংশ মানুষকে টিকাদান নিশ্চিতের আহ্বান জানিয়েছি। লক্ষ্য করেছি, ইতোমধ্যে টিকার তিন বিলিয়ন ডোজ বিরতণ হয়েছে। টিকা বন্টন নিশ্চিত করতে এবং এ ব্যাপারে পদদক্ষেপ নিতে কয়েকটি দেশের সম্মিলিত প্রচেষ্টার ফলেই তা সম্ভব হয়েছে।
বিশ্বব্যাপী যে টিকা দেয়া হয়েছে, তার মধ্যে দু’ভাগেরও কম পেয়েছে দরিদ্র দেশগুলো। যদিও ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফান্স ও কানাডাসহ ধনী দেশগুলো এক বিলিয়ন টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসঙ্ঘ হিসেব করেছে, সারা বিশ্বের জন্য ১১ বিলিয়ন ডোজ প্রয়োজন।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা