পেরুতে বাস উল্টে ১৩০০ ফুট খাদে, ২৭ জনের প্রাণহানি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জুন ২০২১, ১৪:২৫
পেরুতে মাইন শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে এক হাজার ৩০০ ফুট খাদে পড়ে ২৭ জন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায আহত হয়েছেন আরো ১৩ জন। শুক্রবার দেশটির লুকানা প্রদেশে ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই শ্রমিকদের বহনকারী বাসটি পাল্লানকাটা স্বর্ণের খনি থেকে আরেকুইপা শহরে দিকে যাচ্ছিল।
স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা হুগো মেজা বলেন, লুকানার পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনার ফলে আহত ও নিহতরা বিভিন্ন দিকে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লন্ডনভিত্তিক হকশিল্ড মাইনিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, ‘আমরা এমন মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকাচ্ছন্ন। আমরা ইতোমধ্যেই ঘটনা তদন্তের ব্যবস্থা নিয়েছি। তবে ঘটনায় শিকার ব্যক্তি এবং তাদের পরিবারকে সহায়তা করাই এখন আমাদের প্রাথমিক কর্তব্য।’
তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।
সূত্র : ইউএনবি