২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে জরিপে এগিয়ে বামপন্থী কাস্তিলো

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে জরিপে এগিয়ে বামপন্থী কাস্তিলো -

আগামী ৬ জুন পেরুতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে চালানো জরিপে দেখা গেছে কট্টর বামপন্থী পেড্রো কাস্তিলো ডানপন্থী কেলকো ফুজিমরির চেয়ে এগিয়ে রয়েছেন।

রোববার প্রকাশিত ইপসস জরিপের ফলাফল থেকে এ কথা জানা গেছে।

জরিপ অনুযায়ী, স্কুলশিক্ষক কাস্তিলো পেয়েছেন ৪৩ শতাংশ ভোট এবং কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমরোর কন্যা কেলকো ফুজিমরো পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। ইপসস ৩০ এপ্রিল ১ হাজার ২০৪ জনের ওপর এ জরিপ চালায়।

কাস্তিলো (৫১) মূলত ২০১৭ সালের আগ পর্যন্ত খুব একটা পরিচিত ছিলেন না। তিনি ফ্রি পেরু পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফার ভোটে তিনি ১৮.৯২ শতাংশ ভোট পেয়েছিলেন।

পপুলার ফোর্স পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুজিমরো। গত ১১ এপ্রিলের প্রথম দফার নির্বাচনে তিনি ১৩.৪ শতাংশ ভোট পান। নির্বাচনে রেকর্ড ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২৮ জুলাই বিজয়ী প্রার্থী দেশটির পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement