২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রেকর্ড মৃত্যুর পরদিনও লকডাউনে ‘না’ ব্রাজিল প্রেসিডেন্টের

দেশে করোনায় রেকর্ড মৃত্যুর পরদিনও লকডাউন না দেয়ার কথা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট। - ছবি : সংগৃহীত

মহামারী করোনাভাইরাসে দেশে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যুর পরদিনও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, লকডাউন ঘোষণার কোনো ইচ্ছা তার নেই।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৩ হাজার ৮২৯ জনের মৃত্যু নিবন্ধন করেছে। তার আগের দিন এ সংখ্যা ছিল রেকর্ড ৪ হাজার ১৯৫ জন।

বুধবার চাপেকো শহরে এক ভাষণে বলসোনারো বলেন, ‘ঘরে থাকা’ ও ‘সবকিছু বন্ধ রাখার’ নীতির রাজনীতি আমরা মেনে নিতে পারি না।

যদিও করোনা মোকাবিলায় তার ওপর চাপ ক্রমাগত বেড়েই চলছে, তবুও সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘দেশে কোনো লকডাউন ঘোষণা করা হবে না।’

মহামারীর শুরু থেকেই করোনার প্রতি সন্দেহভাজন ছিলেন তিনি, ভাইরাসটির হুমকি নিয়েও নিয়মিত তাচ্ছিল্য করে এসেছেন।

সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জোর দিলেও সবকিছু অবজ্ঞা করছেন ব্রাজিল প্রেসিডেন্ট।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয় জানিয়েছে, করোনায় দক্ষিণ আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৩৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাস নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেয়া না হলে প্রাণহানি আরো বাড়বে বলে আভাস দেয়া হয়েছে।

প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার (পিএএইচও) পরিচালক কারিসা ইতেন্নি বলেছেন, যেসব দেশ দৈনিক সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড করছে, ব্রাজিল তাদের অন্যতম।

বুধবার ব্রাজিলে ৯২ হাজার ৬২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। কারিসা বলেন, গত সপ্তাহে বিশ্বের যেসব দেশে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্তের রেকর্ড গড়েছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও আর্জেন্টিনা রয়েছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের সংঘর্ষ : যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ঢাকা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালু অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক রহমান পার্থে ইতিহাস গড়ল ভারত, পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া দেশের শ্রমখাতে নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে : শ্রম সচিব সুদমুক্ত ঋণের প্রলোভনে ঢাকায় সমাবেশের চেষ্টা : লক্ষ্মীপুরে আটক ১১ নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর রাজশাহী টিটিসির অধ্যক্ষ বদলি সাবেক কৃষিমন্ত্রী শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস : মামুনুল হক

সকল