২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শিশু অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করবে মেক্সিকো

-

মার্কিন যুক্তরাষ্ট্রের শিশু অভিবাসীদের প্রবেশ ঠেকাতে মেক্সিকো গুয়েতেমালার সাথে তাদের দক্ষিণ সীমান্তে নিরাপত্তা জোরদার করবে বলে ঘোষণা দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতি সংস্কারের পর উত্তর দিকে অবৈধ অভিবাসী প্রবাহ বৃদ্ধির প্রেক্ষিতে এই ঘোষণা আসে। খবর এএফপি’র।

জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (এনএমআই) বলেছে, অপরাধী চক্রের হয়রানির শিকার অভিবাসী শিশুদের সুরক্ষার উদ্দেশে দক্ষিণ সীমান্তে অভিযান পরিচালিত হবে।

এতে বলা হয়েছে , অবৈধ অভিবাসীরা যে সব অঞ্চল দিয়ে সীমান্ত অতিক্রম করবে সে সব অঞ্চলে নজরদারির জন্য ড্রোন ও নাইট ভিশন টহল দিবে।

এনএমআই জানিয়েছে , জানুয়ারি থেকে মেক্সিকান অঞ্চলে বেআইনিভাবে ভ্রমণ করা চার হাজারেরও বেশি মধ্য আমেরিকান নাবালক শিশুকে চিহ্নিত করা হয়েছে।

ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখোমুখি, বাইডেন এই সপ্তাহে অভিবাসীদের প্রবেশ না করার আহ্বান জানান।
মেক্সিকোর দক্ষিণ সীমান্তে অভিবাসী ঠেকাতে ২০১৯ সাল থেকে জাতীয় রক্ষী টহল দিয়ে আসছে।


আরো সংবাদ



premium cement