বলিভিয়ায় বিশ্ববিদ্যালয়ের ভবন ভেঙ্গে পড়ে ৭ শিক্ষার্থীর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ মার্চ ২০২১, ১১:০২, আপডেট: ০৪ মার্চ ২০২১, ১০:২৩
বলিভিয়ার একটি বিশ্ববিদ্যালয় ভবনের চতুর্থ তলা ভেঙ্গে পড়ে কমপক্ষে সাত শিক্ষার্থীর মৃত্যু এবং আরো পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছে। মঙ্গলবার ধাতবের তৈরি একটি রেলিং বেয়ে নামার সময় হতাহতের এ ঘটনা ঘটে। দেশটির সরকার একথা জানিয়েছে।
এ ঘটনার ভিডিও ফুটেজে শিক্ষার্থীদের একটি সরু পথে গাদাগাদি করে একটি সম্মেলন হলে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।
লাপাজর কাছে এল আলতো বিশ্ববিদ্যালয়ে এ সরু পথে নামার চেষ্টা করা অন্য শিক্ষার্থীরা শক্ত করে রেলিং ধরে থাকায় অনেকে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জেসন অজা বলেন, ‘এ দুর্ঘটনায় সাতজন নিহত ও পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছে। আহতদের লাপাজর পার্শ্ববর্তী এল আলতো নগরীর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।’
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী এডুয়ার্দো ডেল ক্যাস্টিলো এ ঘটনায় পাঁচজনের মৃত্যু এবং তিনজনের আহত হওয়ার কথা জানিয়েছিলেন। পরে এ ব্যাপারে বিস্তারিতভাবে দেয়া স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতিতে হতাহতের সংখ্যা সংশোধন করে সাতজনের মৃত্যু ও পাঁচজন আহত হওয়ার কথা বলা হয়।
খবরে বলা হয়, এ ঘটনায় হতাহত সবার বয়স ২০ থেকে ২৪ বছর।
ডেল ক্যাস্টিলো বলেন, তিনি এ দুর্ঘটনার ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা