২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাইতিতে কারাগার ভেঙ্গে আসামিদের পলায়ন, গুলিতে জেল পরিচালকসহ বেশ কয়েকজন নিহত

হাইতিতে কারাগার ভেঙ্গে আসামিদের পলায়ন, গুলিতে জেল পরিচালকসহ বেশ কয়েকজন নিহত -

হাইতির রাজধানী পোর্ট-অঁ-প্রিন্সের উপকণ্ঠে অবস্থিত একটি কারাগারে সহিংসতায় জেলখানার এক পরিচালকসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। কারাগারটি ভেঙ্গে অনেক আসামি পালানোর পর সেখানে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশ একথা জানায়।

হাইতির জাতীয় পুলিশের মুখপাত্র গরি দেসরোসিয়ার্স এএফপি’কে বলেন, ‘ওই কারাগারে সহিংসতায় বিভাগীয় পরিদর্শক পল হাক্টর জোসেফ নিহত হয়েছেন। তিনি বেসামরিক কারাগার ক্রইক্স দেস বৌকুয়েটস’র দায়িত্বে ছিলেন।’

সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে তিনি আরো বলেন, এ সময় ‘অনেক আসামি পালিয়ে গেছে।’
এএফপি’র এক ফটোগ্রাফার জানান, কারাগারের আশপাশের বিভিন্ন রাস্তায় গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এই কারাগারের কয়েকজন আসামি জানান, দুপুরের দিকে তারা গোলাগুলির শব্দ শুনতে পান।
জেলখানা ভেঙ্গে আসামি পালানোর বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

এ ঘটনায় কারাগারের নিরাপত্তা রক্ষায় পুলিশ পাঠানো হলে তারা বিকেলের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement