২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অক্সিজেনের জন্য মেক্সিকোয় দীর্ঘ লাইন

অক্সিজেনের জন্য মেক্সিকোয় দীর্ঘ লাইন - ছবি - সংগৃহীত

মেক্সিকোর রাজধানীর হাসপাতালগুলো করোনা রোগীতে ভরে গেছে। বেড়ে যাওয়া করোনা রোগীদের জন্যে অক্সিজেন কিনতে তাদের স্বজনদের লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
এরকমই একজন এডদুয়ার্দো মার্টিনেজ। শুক্রবার মেক্সিকো সিটির রাস্তায় তাকে দেখা গেছে লাইনে দাঁড়িয়ে অক্সিজেন কেনার জন্য অপেক্ষা করতে। তার ৫৫ বছর বয়সী মা কোভিড- ১৯ রোগী। মেক্সিকো সিটিতে আংশিক লকডাউন সত্ত্বেও মার্টিনেজের দুই প্রতিবেশী সম্প্রতি করোনায় মারা গেছেন।

তিনি বলেন, আমরা যেখানে বাস করছি সেখানে লোকজন খুবই বেপরোয়া। তারা মাস্ক পরেন না।
গত মধ্য ডিসেম্বরের পর থেকে ৯০ লাখ অধিবাসীর মেক্সিকো সিটিতে সর্বোচ্চ সতর্ক পদক্ষেপ নেয়া হয়েছে। অপ্রয়োজনীয় কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে।

সরকারি হিসেবে, দেশটিতে করোনায় ২৬ হাজারেরও বেশি লোক মারা গেছেন। আক্রান্তের সংখ্যা দেশব্যাপী প্রায় এক লাখ ৪৭ হাজার।

এ প্রেক্ষাপটে অক্সিজেনের চাহিদা বেড়ে প্রবল হয়েছে। ২৩ বছর বয়সী মেডিক্যাল শিক্ষার্থী গত চারদিন ধরে তার ভার্চুয়াল ক্লাশ করতে পারছে না। কারণ সে অক্সিজেনের খোঁজে আছে।

বাড়িতে থাকা অসুস্থ স্বজনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ভ্যালেঞ্চিয়া খুবই উদ্বিগ্ন। কারণ অক্সিজেন কেনার লাইন খুবই দীর্ঘ।


আরো সংবাদ



premium cement
এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ

সকল