ফাইজারের করোনা ভ্যাকসিন নেয়ার পর গুরুতর অসুস্থ মেক্সিকান নারী চিকিৎসক
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জানুয়ারি ২০২১, ১৩:৪৬
ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে মেক্সিকোর এক নারী চিকিৎসক। করোনা ভ্যাকসিন নেয়া ৩২ বছর বয়সী ওই ডাক্তারের হাসপাতালে ভর্তির ব্যাপারে গবেষণা চলছে বলে জানিয়েছে মেক্সিকান কর্তৃপক্ষ।
করোনা ভ্যাকসিন নেয়ার পর ওই চিকিৎসকের খিঁচুনি, শ্বাসকষ্ট, ত্বকে র্যাসের সমস্যা দেখা দিলে তাকে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লেভনের একটি সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অসুস্থ চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি।
শুক্রবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ওই চিকিৎসকের ‘প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে এনসেফেলোমেলাইটিস’। এটি মূলত মস্তিস্ক ও মেরুদণ্ডের প্রদাহজনিত সমস্যা।
মন্ত্রণালয় জানায়, ওই চিকিৎসকের আগে থেকেই এলার্জিজনিত সমস্য ছিল। এর আগে ভ্যাকসিন গ্রহণের পর কারো মস্তিষ্কের প্রদাহ হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায় না।
বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ফাইজার ও বায়োএনটেকের মন্তব্য পাওয়া যায়নি।
করোনাভাইরাসে মেক্সিকোতে এখন পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ডিসেম্বর স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন প্রদানের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম রাউন্ড বিতরণ শুরু করে দেশটি।
সূত্র : এনডিটিভি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা