২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়া থেকে বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের দুটি কনসুলেট অফিস

রাশিয়া থেকে বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের দুটি কনসুলেট অফিস - ছবি : সংগৃহীত

ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে রাশিয়ায় তাদের দুটি কনসুলেট অফিস বন্ধ করার কথা জানিয়েছে। পররাষ্ট্র দফতর আইন প্রণেতারা জানায়, দূরপ্রাচ্য রাশিয়ার ভ্লাদিভস্তকের কনসুলেট অফিস চিরস্থায়ীভাবে এবং উরাল পার্বত্য এলাকার যুকাতেরিনবার্গ কনসুলেট অফিস অস্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থা নেয়াতে মস্কোতে অবস্থিত দূতাবাসই হবে কনস্যুলার সার্ভিসের একমাত্র কূটনৈতিক যোগাযোগ মাধ্যম। এখন সুদূর ভ্লাদিভস্তক এলাকার কেউ যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য তাকে মস্কোভিত্তিক দূতাবাসের ওপর নির্ভর করতে হবে।

যুক্তরাষ্ট্র সরকার, সিয়াটেলে অবস্থিত রুশ কনসুলেট বন্ধ করার জবাবে, রাশিয়া ২০১৮ সালে সেইন্ট পিটার্সবুর্গের যুক্তরাষ্ট্র কনসুলেট অফিস বন্ধ করে দিয়েছিল।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement

সকল