অভিবাসন নিয়ে কথা বলেছেন বাইডেন ও মেক্সিকো নেতা
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ডিসেম্বর ২০২০, ১৫:১৭
যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদর কথা বলেছেন। শনিবার আলাপকালে বাইডেন মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে দরিদ্র ল্যাটিনোদের যুক্তরাষ্ট্রে প্রবেশের মূল কারণ খুঁজে বের করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ছাড়া আলোচনার সময় নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে পুনরায় মার্কিন-মেক্সিকো সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বাইডেনের ট্রানজিশন টিম এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
তারা আরো বলছে, উভয় নেতা এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস ও দক্ষিণ মেক্সিকো থেকে অভিবাসন সঙ্কটের মূল কারণ সনাক্ত এবং এ অঞ্চলে আরো সুযোগ সৃষ্টি ও নিরাপত্তা নিশ্চিতে অভিন্ন উপায়ের বিষয়ে একমত হন।
উল্লেখ্য, মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসন বন্ধে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি সীমানা প্রাচীর তৈরি করে এ প্রবাহ বন্ধের পরিকল্পনা নিয়েছিলেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা