করোনার টিকা নিলেন পেন্টাগন প্রধান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ডিসেম্বর ২০২০, ১৪:০১, আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০, ১৪:০৫
যুক্তরাষ্ট্রে প্রথম টিকা গ্রহণকারীর কাতারে দাঁড়ালেন পেন্টাগন প্রধান ক্রিস্টোফার মিলার। সোমবার দেশবাসীকে উদ্ধুদ্ধ করতেই ক্যামেরার সামনে টিকা নিলেন তিনি।
পেন্টাগন থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ক্রিস্টোফার মিলার ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে টিকা গ্রহণ করেছেন।
গত সপ্তাহে পেন্টাগনের পক্ষ্য থেকে ঘোষণা করা হয়েছিল, পেন্টাগন প্রধান ও শীর্ষ সামরিক কর্মকর্তারা স্বেচ্ছায় ও প্রকাশ্যে করোনা টিকা গ্রহণ করবেন। মূলত করোনা টিকার কার্যকারিতা ও নিরাপত্তা বিষয়ে জনগণকে বার্তা দেয়াই তাদের উদ্দেশ্য।
এ দিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন লাখ ছাড়ানোর প্রেক্ষাপটে সোমবার থেকে টিকা দেয়ার কাজ শুরু হয়েছে। তবে টিকা দেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী ও নার্সদের প্রাধান্য দেয়া হচ্ছে।
বুধবার নাগাদ প্রায় ৩০ লাখ ডোজ টিকা সরবরাহ করা হবে। ডিসেম্বরের শেষ নাগাদ প্রায় দুই কোটি আমেরিকান টিকা পাচ্ছেন। আগামী বছরের মার্চের শেষ পর্যন্ত টিকা পাবেন প্রায় ১০ কোটি আমেরিকান।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা