২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিলো মেক্সিকো

-

মেক্সিকোর স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের জরুরি অনুমোদনের আবেদন মঞ্জুর করেছে। ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গটাল একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মেক্সিকো হচ্ছে চতুর্থ দেশ যার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কোফাপ্রিস ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরি ব্যবহার অনুমোদনের আবেদন মঞ্জুর করেছে।’

কার্যত, ব্রিটেন, কানাডা, সৌদি আরব ও বাহরাইন ইতোমধ্যে এ ভ্যাকসিন ব্যবহারের জরুরি অনুমোদন দেয়ায় এক্ষেত্রে মেক্সিকো হচ্ছে পঞ্চম দেশ।

মেক্সিকো সরকার এ সপ্তাহে ঘোষণা দিয়েছে যে ডিসেম্বরের শেষ নাগাদ করোনাভাইরাস মোকাবেলায় তারা টিকাদান কর্মসূচি শুরু করবে। প্রথম ধাপে তারা এক লাখ ২৫ হাজার মানুষকে দুই লাখ ৫০ হাজার ডোজ টিকা দেবে।

তবে এ কর্মসূচি শুরু করতে স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কোফাপ্রিস কর্তৃক এ ভ্যাকসিনের অনুমোদন পাওয়া আবশ্যক।

মেক্সিকোতে টিকা প্রদানের ক্ষেত্রে এ মহামারি মোকাবিলার সামনের সারিতে থাকা মেডিক্যাল স্টাফরা অগ্রাধিকার পাবে।

সরকার জানায়, মেক্সিকো ফাইজারের তিন কোটি ৪৪ লাখ ডোজ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি করেছে। প্রথম রাউন্ড টিকা দেয়ার পর তারা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে ১০ লাখ হারে এবং এপ্রিলে এক কোটি ২০ লাখ টিকা পাওয়ার আশা করছে।

উল্লেখ্য, ১২ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ মেক্সিকোতে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে শুক্রবার পর্যন্ত এ ভাইরাসে মোট এক লাখ ১৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ১২ লাখ ২০ হাজারের অধিক মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসে ক্ষতির দিক থেকে বিশ্বে চতুর্থ সর্বোচ্চ স্থানে রয়েছে মেক্সিকো।


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল