২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার করোনায় আক্রান্ত সিংহ

করোনায় আক্রান্ত সিংহ - সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছে বার্সেলোনার চিড়িয়াখানায় থাকা সিংহ। তাদের দেখভালের দায়িত্বে থাকা দুজনও করোনায় আক্রান্ত।

এর আগে নিউ ইয়র্কের চিড়িয়াখানায় চারটি বাঘ করোনায় আক্রান্ত হয়েছিল। তারা সেরেও গেছে। এবার করোনায় আক্রান্ত হলো বার্সেলোনার চিড়িয়াখানার তিনটি সিংহি ও একটা সিংহ। তাদের দেখভালের দায়িত্বে থাকা দুজন চিড়িয়াখানার কর্মীও করোনায় আক্রান্ত। তাদের কাছ থেকেই করোনাভাইরাস সিংহগুলোকে আক্রমণ করেছে বলে মনে করা হচ্ছে।

তিন সিংহির নাম জালা, নিমা ও রান রান। সিংহের নাম কিউম্বে। প্রত্যেকেরই দেহে করোনার লক্ষণ আছে।

বার্সেলোনার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এরপরই নিউ ইয়র্কের চিড়িয়াখানার সাথে যোগাযোগ করেন। করোনায় আক্রান্ত বাঘগুলোকে কীভাবে সারিয়ে তোলা হয়েছিল, তা তারা জানতে চান। সেখানে চারটি বাঘ এপ্রিলে করোনায় আক্রান্ত হয় এবং ১৫ দিন পরে সেরে যায়।

বার্সেলোনার চিড়িয়াখানার পশু চিকিৎসা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, একমাত্র নিউ ইয়র্কের চিড়িয়াখানায় বাঘদের করোনা চিকিৎসার পুরো ডকুমেন্টেশন আছে। তাই তাদের সাথেই যোগাযোগ করা হয়। তাদের চিড়িয়াখানার সিংহিগুলোর বয়স ১৬ বছর এবং সিংহের বয়স চার বছর। তবে সিংহ বা সিংহিগুলো অন্য কোনো পশুর কাছাকাছি আসেনি। তাই তাদের কাছ থেকে করোনা অন্য পশুর মধ্যে ছড়ায়নি ও ছড়াবে না।

চিড়িয়াখানার অস্থায়ী ডিরেক্টর জুলি মাওরি জানিয়েছেন, এই সিংহ বা সিংহিগুলোর থেকে কোনো দর্শনার্থীরও করোনা হওয়ার সম্ভাবনা নেই। কারণ, সিংহ ও সিংহিগুলোকে দর্শনার্থীরা দূর থেকেই দেখেন। তার দাবি, সিংহ-সিংহিগুলো প্রায় সেরে উঠেছে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫ মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর নিহত জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক

সকল