ক্যারিবীয় অঞ্চলে ডাচ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জুলাই ২০২০, ১৭:১২
নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, সেনাবাহিনীর একটি হেলিকপ্টার আরুবার ক্যারিবীয় দ্বীপ থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে যায় এবং এতে দু’জন প্রাণ হারায়।
মন্ত্রণালয় জানায়, রোববার বিকেলে হেলিকপ্টারটির পার্শ্ববর্তী দ্বীপ কুড়াকাও যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
সকালে হেগে এক সংবাদ সম্মেলনে ডাচ সশস্ত্র বাহিনীর প্রধান রব বাউর বলেন, ‘ দুর্ঘটনায় চার আরোহীর দু’জন মারা গেছেন।’তিনি জানান, ‘বাকি দু’জন গুরুতর আহত হননি।’
তিনি এই ঘটনাকে ‘ভয়াবহ সংবাদ’ ও ‘সকলের জন্য দু;খজনক’ বলে উল্লেখ করেন।’
তিনি জানান, তাৎক্ষণিকভাবে বিধ্বস্তের কারণ জানা যায়নি তবে, একটি কোস্টগার্ড হেলিকপ্টার ও ডাচ সামরিক ডুবুরিরা বিমানের ব্ল্যাক বক্সটি সন্ধানের চেষ্টা চালাবে। তবে তীব্র বাতাস, স্রোত এবং বিশাল ঢেউয়ের মধ্যে অনুসন্ধান চালানো জটিল হবে, বলে বাউর আশঙ্কা করেন।
তিনি জানান, এ দুর্ঘটনার করণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে। সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা