বলিভিয়ার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জুলাই ২০২০, ১১:২১, আপডেট: ১০ জুলাই ২০২০, ১১:২৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট জিনিন আনেজ। বৃহস্পতিবার তিনি নিজেই এ কথা জানিয়েছেন।
টুইটারে একথা জানিয়ে তিনি বলেন, ‘পরীক্ষায় আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। আমি ভালো আছি এবং আমি আইসোলেশন থেকে কাজ চালিয়ে যাব।’
টুইটারে এক ভিডিওতে ৫৩ বছর বয়সী জিনিন বলেন, আবার পরীক্ষার আগে তিনি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবে।
আনেজ হচ্ছেন দক্ষিণ আমেরিকায় দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে গত মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো নিজের করোনা পজিটিভের কথা জানান।
ল্যাটিন আমেরিকার আরেকজন প্রভাবশালী নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হলেন ভেনিজুয়েলার সাংবিধানিক সংসদের প্রেসিডেন্ট ডাইওসদাদো কাবেলো। তাকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরেই সবচেয়ে শক্তিশালী হিসেবে গণ্য করা হয়।
এদিকে, আনেজের মন্ত্রিসভার আরো চার সদস্য সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
১১ মিলিয়ন জনসংখ্যা দেশ বলিভিয়ায় এ পর্যন্ত ৪৩ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন দেড় হাজারের বেশি।
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা