কলম্বিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুলাই ২০২০, ১৫:৫২
কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে আগুনে পুড়ে অন্তত ৭ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। পুলিশ সোমবার এ কথা জানায়।
পুলিশ জানায়, ট্যাংকারটি উল্টে যাওয়ার পরে অনেক লোক ট্যাংকার ঘিরে ভিড় করে এবং তারা ট্যাংকারের জ্বালানি নির্গমন পাইপ বন্ধ করার চেষ্টা করে। এ সময় ট্যাংকরটি বিষ্ফোরিত হয়ে অগ্নিকুন্ড তৈরি করে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দুর্ঘটনাস্থল পিউবলো ভেইজো শহরের মেয়র ফাবিনা ওসপিনো বলেন, “আমরা আশঙ্কা করছি এই মর্মান্তিক দুর্ঘটনায় আগুনে পুড়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।”
এর পরপরই স্থানীয় পুলিশ বিষ্ফোরণে আগুনে পুড়ে ৭ জনের মৃত্যু এবং অপর ৪৬ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করে।”
কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে বারানকুইল্লা ও সান্তা মারটা শহরের মাঝামাঝি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
মাগাদালিনা স্থানীয় বিভাগের গভর্নর কার্লোস কেইসিডো বলেন, আহতদের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। গুরুতর আহতদের বিশেষায়িত হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। যে সব শহরে বার্ণ ইউনিট রয়েছে গুরুতর আহতদের সেখানে নিয়ে যাওয়ার জন্য আমরা বিমান বাহিনীর সঙ্গে কাজ করছি।
প্রেসিডেন্ট আইভান দুকুই এক বার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা