তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, জারি সুনামির সতর্কতা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জুন ২০২০, ২৩:৪১, আপডেট: ২৩ জুন ২০২০, ২৩:৩০
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭৷ এত বড় মাপের কম্পনের ফলে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷
মঙ্গলবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। প্রায় ১ মিনিট ধরে এই ভূমিকম্প হয় বলে জানা যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭৷ এতক্ষণ ধরে কম্পন অনুভূত হওয়ায় বিশেষ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ সুনামি সতর্কতাও জারি করা হয়েছে৷
মার্কিন জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট অনুযায়ী, প্রায় ২৩ কিলোমিটার গভীর পর্যন্ত কম্পনের প্রভাব পড়েছে৷ এতটাই তীব্র ছিল কম্পন যে, সুনামি সতর্কতা জারি করা হয়েছে, হন্ডুরাস, এল সালভাদোর ও গুয়াতেমালায়৷
আবহাওয়া অফিসের সতর্কবার্তা, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ১ হাজার কিমি পর্যন্ত সুনামির ঢেউ ভাসিয়ে দিতে পারে৷
বিগত কয়েকদিন ধরেই ভূমিকম্প অনুভূত হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে। গত সপ্তাহে কম্পন অনুভূত হয় নিউজিল্যান্ডেও। গত সপ্তাহ থেকে শুরু করে চলতি সপ্তাহেও ভারতের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়। সংবাদ প্রতিদিন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা