আর্জেন্টিনায় ২০ লাখ বছর আগের ব্যাঙের ফসিল আবিষ্কার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জুন ২০২০, ২১:২৯, আপডেট: ০৯ জুন ২০২০, ২১:৩৩
আর্জেন্টাইন জীবাশ্মবিজ্ঞানীরা ২০ লাখ বছর আগের বিরল প্রজাতির ব্যাঙের ফসিল আবিষ্কার করেছেন। মাতানজা ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা সোমবার এ কথা জানায়।
ন্যাশনাল সায়েন্স মিউজিয়ামের গবেষক ফেদিরেকো এনগোলিন বলেন, ‘আমরা প্রাচীন ব্যাঙ প্রজাতি সম্পর্কে খুব কমই জানি।’
তিনি বলেন, “জলবায়ু ও পরিবেশের পরিবর্তনের ক্ষেত্রে ব্যাঙ ও ব্যাঙ প্রজাতি খুবই সংবেদনশীল। অতীতের জলবায়ু সম্পর্কে বোঝার জন্য ব্যাঙ একটি গুরুত্বপূর্ণ উৎস।”
বুয়েন্স আয়ার্স থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে সান পেদ্রোতে একটি কূপ খননকালে মাটির ৪৪ মিটার (১৪৪ ফুট) গভীরে এই ফসিল পাওয়া যায়।
এনগোলিন বলেন, ঘরে ও গাছে থাকা প্রজাতি থেকে আলাদা উভচর এই ব্যাঙের বাহুর ক্ষুদ্র হাড় এখনো অবশিষ্ট রয়েছে।
উভচর প্রাণীর হাঁটুর হাড়ের জয়েন্টের অভিন্ন বৈশিষ্ট থেকে এই প্রজাতি শনাক্ত করা হয়। আবিষ্কৃত ব্যাঙের ফসিল প্লেইস্টোসেন ভূতাত্ত্বিক যুগের, ২৬ লাখ বছর আগে এই যুগের সূচনা হয়। বাসস