করোনা প্রকোপের মাঝেও কারাগারে নেই সামাজিক দূরত্বের বালাই
ল্যাটিন আমেরিকার কারাগারগুলোতে করোনার প্রকোপ- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ এপ্রিল ২০২০, ১৩:৫৯, আপডেট: ২৮ এপ্রিল ২০২০, ১৫:০০
করোনাভাইরাসের প্রকোপের মাঝেও সামাজিক দূরত্ব বজায় না রেখেই বন্দিদের একত্রে গাদাগাধি করে রাখার ঘটনা ঘটেছে ল্যাটিন আমেরিকার দেশ এল সালভেদরে। সপ্তাহ শেষে সেলগুলো সার্চের অংশ হিসেবে তাদের এভাবে রাখা হয়। তবে তাদের মাস্ক পরা ছিল।
দেশটিতে ২০ জন খুন হওয়ার প্রেক্ষিতে শুক্রবার প্রেসিডেন্ট নায়িব বুকেলে ধরপাকড়ের নির্দেশ দেন। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, কারাগারে বন্দি গ্যাং লিডাররাই এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে।
ল্যাটিন আমেরিকা জুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই এল সালভেদরে এ ধরপাকড়ের নির্দেশ এলো। ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশের কারাগারই অনেক সমস্যাগ্রস্ত।
ল্যাটিন আমেরিকার দেশগুলোতে কারাগারে ভয়াবহভাবে ভাইরাস ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে।
ল্যাটিন আমেরিকার দেশ চিলির সান্টিয়াগো শহরে পুন্তে আল্টো কারাগারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনার সংক্রমণ হতে দেখা গেছে। ওই কারাগারে এক হাজার ১০০ জন কয়েদির মধ্যে প্রায় ৩০০ জনেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছে। কারাগারে বন্দীদের মাঝে সামাজিক দূরত্ব মেনে চলা সত্যিই খুব কঠিন হয়ে পড়ে।
পুন্তে আল্টো কারাগারে এক নার্স জিমেনা গ্যানিফো বলেন, কয়েদিরা সবাই একে অপরের কাছাকাছি থাকে।
ল্যাটিন আমেরিকার কারাগারে প্রায় এক কোটি ৫০ হাজার বন্দী রয়েছে। এছাড়াও দেশগুলোতে নিম্ন বাজেটের ফলে ভাইরাস প্রতিরোধে সবার মাঝে সাবান পানির যোগান দেয়াও কঠিন হয়ে পড়েছে।
এখন পর্যন্ত জাতীয় তথ্য অনুসারে সমগ্র ল্যাটিন আমেরিকায় এক হাজার ৪০০ জন বন্দী কোভিড-১৯'এ আক্রান্ত হয়েছে। বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা পেরুতে, সেখানে ৬১৩ জন কয়েদি করোনায় আক্রান্ত ও মারা গেছে ১৩ জন।
তবে করোনা টেস্টের ক্ষেত্রে এগিয়ে আছে পুয়ের্তো রিকো দেশটি। দেশটির সংশোধিত দফতরের শুক্রবার তথ্য মতে, সেখানে প্রায় ৯ হাজার বন্দী ও কারাগারের প্রহরীসহ ছয় হাজার কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।
এদিকে করোনা মহামারিতে কলোম্বিয়ায় কারাগারে ২৩ জন মারা গেছেন। ইতোমধ্যে মহামারির ভয়ে ব্রাজিলের কারাগার থেকে প্রায় এক হাজার ৩০০ বন্দী পালিয়ে গেছেন ও আর্জেন্টিনায় এক হাজারেও বেশি কয়েদি অনশন করেছে।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা