বড়দিন উদযাপনকালে হন্ডুরাসে নিহত ১৩
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ডিসেম্বর ২০১৯, ১১:৫৩
হন্ডুরাসে বড়দিন উদযাপনকালে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত কমপক্ষে ১৩ জন মারা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।
দেশটির জাতীয় সড়ক ও পরিবহন অধিদফতরের উপ-পরিদর্শক জোসে কার্লোস লাগোস সাংবাদিকদের জানান, হতাহতের মধ্যে আটজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আর এসব দুর্ঘটনার বেশিরভাগই ঘটেছে কোমায়াগুয়া, বে দ্বীপপুঞ্জ এবং সান্তা বার্বারা বিভাগে।
কর্তৃপক্ষ আরো জানায়, ক্রিসমাসের আগের রাতে গত ২৪ ডিসেম্বর আতশবাজি জ্বালাতে গিয়ে আরো অন্তত আট জন গুরুতর আহত হয়েছে।
দেশটির পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন অপরাধ প্রবণ কর্মকাণ্ডের জন্য ২৭৫ জনকে আটক করা হয়েছে এবং ৪০টি যানবাহন জব্দ করা হয়েছে। সূত্র : ইউএনবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা