২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কারাগার থেকে বেরিয়েই স্বামীকে জড়িয়ে ধরলেন ফুজিমোরি

কারাগার থেকে বেরিয়েই স্বামীকে জড়িয়ে ধরলেন পেরুর বিরোধী দলীয় নেত্রী কিকো ফুজিমোরি - সংগৃহীত

পেরুর বিরোধী দলীয় নেত্রী কিকো ফুজিমোরি শুক্রবার কারাগার থেকে ছাড়া পেয়েছেন। ব্রাজিলের নামকরা নির্মাণ প্রতিষ্ঠান ওদেব্রেচ সংশ্লিষ্ট একটি দুর্নীতির মামলায় বিচার-পূর্ব ১৩ মাস বন্দি থাকার পর তিনি মুক্তি পেলেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, দেশটির সাংবিধানিক আদালত কেবলমাত্র তার বন্দি সংক্রান্ত একটি আদেশে তাকে কারাগার থেকে মুক্তি দেয়ার নির্দেশ দেয়। অন্যথায় তার বিরুদ্ধে এ দুর্নীতির মামলা চালানো যাবে না।

কারাগারের প্রধান ফটক অতিক্রম করার সময় ফুজিমোরি তার বিশাল সমর্থক গ্রুপ ও সাংবাদিকদের সামনেই তার স্বামীকে জড়িয়ে ধরে বলেন, ‘আমার জন্য এটি ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক অধ্যায়।’

৪৪ বছর বয়সী ফুজিমোরি ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে বন্দি ছিলেন।

পেরুর সাবেক চার প্রেসিডেন্টসহ দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ঘুষ দেয়ার কথা ওদেব্রেচ স্বীকার করেন। ডানপন্থী পপুলার ফোর্স পার্টির নেতা হিসেবে ২০১১ সালের নির্বাচনী প্রচারণার জন্য ব্রাজিলের এ কোম্পানির কাছে থেকে অর্থ নেয়ায় ফুজিমোরিকে অভিযুক্ত করা হয়।


আরো সংবাদ



premium cement