ভেনিজুয়েলায় নৌ কর্মকর্তার মৃত্যুর দায়ে ২ সৈন্যের ৬ বছর কারাদণ্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৪
ভেনিজুয়েলার দুই সৈন্যকে মঙ্গলবার ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত এক নৌ কর্মকর্তার নিরাপত্তা হেফাজতে মৃত্যুর মামলায় তাদেরকে এ সাজা দেয়া হয়। তার আইনজীবী একথা জানান। খবর এএফপি’র।
কারাকাসের একটি বেসামরিক আদালতে আলোনসো মেডিনা রোয়া জানান, লে. অ্যাসকানিও তারাসসিও ও সার্জেন্ট ইস্তিবেন জারাতের বিচার করা হয়। হত্যার দায়ে তাদেরকে ছয় বছর আট মাসের কারাদণ্ড দেয়া হয়।
নিহত নৌ কর্মকর্তা রাফায়েল অ্যাকোস্টার আইনজীবী রোয়া এ রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, বিচারক নির্যাতনের প্রধান অভিযোগ আমলে নেননি। বিচারে নির্যাতনের অভিযোগ আমলে নিলে ফৌজদারি আইন অনুযায়ী রাষ্ট্রীয় এজেন্টদের ১৫ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতো।
জুনের শেষের দিকে অ্যাকোস্টার মৃত্যুর পর ১ জুলাই থেকে তারাসসিও ও জারাতকে আটক রাখা হয়।
মাদুরোর বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভিযানে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ১৩ জনের একজন ছিলেন অ্যাকোস্টা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা