২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মেয়রকে স্কার্ট-ব্লাউজ পরিয়ে ঘোরালো নগরবাসী!

মেয়রকে স্কার্ট-ব্লাউজ পরিয়ে ঘোরালো নগরবাসী! - ছবি : সংগৃহীত

কত ভোট, আসে কত যায়। কিন্তু প্রতিশ্রুতি আর পূরণ হয় না। এ বড় বিড়ম্বনা বিষয়। নেতা-মন্ত্রীরা জানেন প্রতিশ্রুতি জিইয়ে রেখেই পরবর্তী ভোটে লড়াই করতে হবে। তাই, তা সেটা অপূরণ করে রাখাই শ্রেয়।কিন্তু এবার আর তেমনটি করে পার পাওয়া যাবে না। জনগণকে এমন ভাবে বোকা বানানো গেলে দশবার ভাবতে হবে নেতাদের। অভিনব কায়দায় ব্যর্থ নেতাকে শাস্তি দিয়ে নজির গরল দক্ষিণ মেক্সিকো।

সম্প্রতি, দক্ষিণ মেক্সিকোর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ মেয়রকে স্কার্ট-ব্লাউজ পরিয়ে গোটা শহরে ঘোরালেন সেখানকার বাসিন্দারা। সম্প্রতি, ওই অঞ্চলের হুক্সিটান প্রদেশের সান আন্দ্রেস পুয়ের্তো রিকো শহরে এমন ঘটনা ঘটেছে। ওই মেয়রের নাম জেভিয়ার জিমেনেজ।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, নির্বাচনের আগে শহরের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন জিমেনেজ। এর জন্য তিন মিলিয়ন পেসো অর্থাৎ প্রায় ১ লক্ষ ৫৮ হাজার ডলার খরচ করার কথা ছিল। কিন্তু নির্বাচনের জয়ী হওয়ার পর সেই প্রতিশ্রুতি পূরণ করেননি জিমেনেজ। ফলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাই, মেয়রকে সামনে পেতেই ক্ষিপ্ত জনতা তাঁকে পাকড়াও করে। তাঁকে লম্বা কালো স্কার্ট ও সাদা ব্লাউজ পরিয়ে শহরজুড়ে ঘোরানো হয়।এই অবস্থা মেয়রকে দেখতে শত শত মানুষ রাস্তায় উপস্থিত ছিলেন। কারো কারো হাতে মেয়র বিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।

তরে জনতার রোষের শিকার মেয়র জিমেনেজ বলেন, তিনি প্রতিশ্রুতি পালনে সর্বাত্মক চেষ্টা করেছেন। কিন্তু তহবিলে অর্থ না থাকায় প্রতিশ্রুতি মতো কাজ সম্পাদন করতে পারচ্ছেন না।


আরো সংবাদ



premium cement
রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের

সকল