ভেনিজুয়েলা সংকট পর্যবেক্ষণে কারাকাসে পৌঁছেছেন জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশনার
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জুন ২০১৯, ১৩:৫৫
মানবাধিকার বিষয়ক জাতিসঙ্ঘ হাইকমিশনার মিশেল ব্যাচলেট বুধবার ভেনিজুয়েলায় পৌঁছেছেন। দেশটি চলমান আর্থিক ও রাজনৈতিক সংকট পর্যবেক্ষণে তিনি এ সফরে গেলেন। খবর এএফপি’র।
ব্যাচলেট শুক্রবার চূড়ান্ত বিবৃতি দেয়ার আগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং বিরোধী দলীয় নেতাজুয়ান গুয়াইদোর সাথে সাক্ষাৎ করবেন।
জাতিসঙ্ঘ জানায়, নিত্যপ্রয়োজনীয় খাদ্যের ঘাটতি, সরকারি সেবা ও স্বাস্থ্য সুবিধা ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়া এবং ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে ২০১৫ সাল থেকে ভেনিজুয়েলার প্রায় ৪০ লাখ মানুষ দেশ ছেড়ে চলে গেছে।
গত জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা দেয়া গুয়াইদো বলেন, তার সাথে ব্যাচলেটের সাক্ষাতকে তেল সমৃদ্ধ এ দেশের ‘বিপর্যয়ের স্বীকৃতি’ হিসেবে বিবেচনা করা যেতে পারে। যদিও গুয়াইদোর প্রতিদ্বন্দ্বী মাদুরোর আমন্ত্রণেই তিনি ভেনিজুয়েলায় এসেছেন।
মানবাধিকার লঙ্ঘন করে নির্যাতন করা ব্যক্তি ও তাদের আত্মীয়-স্বজনের সাথেও ব্যাচলেটের সাক্ষাত করার কথা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা