মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মে ২০১৯, ১৩:৪২
মেক্সিকোর পূর্বাঞ্চলে বুধবার ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানান।
সূত্র মতে, ক্যাথলিক গীর্জায় প্রার্থনা শেষে পূর্ণার্থীরা মেক্সিকো সিটি থেকে ফেরার পথে তাদের বহনকারী বাস ও সেমি ট্রাকের মধ্যে সংঘর্ষে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের অধিকাংশই পূর্ণাথী যারা দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের বাসিন্দা।
ঘটনাস্থলে থাকা ফরেনসিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে ভারাক্রুজের সিভিল প্রটেকশান সার্ভিসের প্রধান বলেন, দুর্ঘটনায় বাসযাত্রী ১৭ জন এবং সেমি ট্রাকের দুই জন নিহত হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পর এক ব্যক্তি এবং মারাত্মক আহত অপর এক ব্যক্তিও প্রাণ হারায়।
জরুরি কর্মকর্তারা জানান, মহাসড়কে মালত্রাতায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে উভয় গাড়িতে আগুন ধরে যায়।
চিয়াপাস রাজ্যের ক্যাথলিক যাজক এক বার্তায় নিহতদের জন্যে গভীর শোক প্রকাশ করেন। বার্তায় তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের জন্যে গভীর শোক এবং তাদের পরিবারের গভীর দুঃখের দিনে সমবেদনা জানাচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা