২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রবল বর্ষণে প্যারাগুয়ের রাজধানীতে বন্যা

- ছবি : সংগৃহীত

প্যারাগুয়েতে দুই সপ্তাহ ধরে প্রবল বর্ষণের কারণে দেশটির প্রধান নদীর বাঁধ ভেঙ্গে সৃষ্ট বন্যায় দেশব্যাপী ২০ হাজারের বেশী পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার এক সিনিয়র কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।

জাতীয় জরুরিমন্ত্রী জোয়াকুইন রোয়া জানান, আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে এ সপ্তাহের বাকি দিনগুলোতে বৃষ্টিপাত অব্যহত থাকবে। প্যারাগুয়ে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। নদীটি উত্তর থেকে দক্ষিণে প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ। এটি দেশটিকে দুই ভাগে বিভক্ত করেছে।

এদিকে বন্যায় বুধবার অসুনসিওনে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এ প্রাকৃতিক দুর্যোগে নগরীর উপকণ্ঠের বানাদো সুর এলাকায় বসবাস করা লোকজন সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটির প্রায় ৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এখানকার অধিকাংশ লোকজনই শ্রমজীবী শ্রেণীর।


আরো সংবাদ



premium cement