২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার মাদুরোকে ইউরোপের আল্টিমেটাম

নিকোলাস মাদুরো ও হুয়ান গুয়াইডো - ছবি : সংগ্রহ

ভেনিজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। এবার ইউরোপের কয়েকটি দেশ ৮ দিনের আল্টিমেটাম দিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে।  জার্মানি, স্পেন ও ফ্রান্স শনিবার বলেছে, আগামী ৮ দিনের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা না এলে তারা বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তীকালীন হিসেবে স্বীকৃতি দিবে।

বর্তমান প্রেসিডেন্ট মাদুরো পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। গত বছর যে নির্বাচন হয়েছে তাতে তিনি জিতেছেন, যদিও সেই নির্বাচন বয়কট করেছিল বিরোধীরা।

গত কয়েকদিন ধরেই শঙ্কট চলছে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে। বিরোধীদ দলীয় নেতা গুয়াইদো নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বীকৃতি দেন। ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশও মাদুরোর বিপক্ষে অবস্থান নেয়। অন্য দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানসহ অনেক নেতা প্রেসিডেন্ট মাদুরোকে স্বীকৃতি দেন। মেক্সিকোসহ ওই অঞ্চলের আরো অনেকগুলো দেশ একই অবস্থা নিয়ে এ ইস্যুতে বিভক্ত হয়ে পড়ে বিশ্ব।

এর মধ্যে শনিবার ইউরোপের কয়েকটি বড় দেশ গুয়াইদোকে সমর্থন দিলো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে লিখেছেন, ‘ভেনিজুয়েলার নাগরিকদের মুক্তভাবে তাদের ভবিষ্যত নির্ধারণের সুযোগ দিতে হবে।’ প্রায় একই ধরনের বিবৃতি দিয়েছে স্পেনের প্রধানমন্ত্রীর দফতর। আর জার্মান সরকারের মুখপাত্র মার্টিনা ফিয়েৎজ বলেছেন, ‘নির্বাচনের ঘোষণা না আসা পর্যন্ত আমারা হুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত আছি’।


আরো সংবাদ



premium cement