২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৪৪ ক্রুকে নিয়ে ডুবে যাওয়া সাবমেরিনটির সন্ধান মিলেছে

স্বজনেরা যেকোনো মূল্যেই হোক এটি উদ্ধার করার দাবি জানাচ্ছেন - বিবিসি

আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আটলান্টিকের তলদেশে সন্ধান মেলা সাবমেরিনটি উদ্ধারের 'ক্ষমতা তাদের নেই'। ২০১৭ সালের নভেম্বরের ১৫ তারিখ ৪৪ জন ক্রু নিয়ে নিখোঁজ হয়েছিলো এআরএ সান হুয়ান নামের সাবমেরিনটি। ঠিক এক বছর একদিন পর ১৬ নভেম্বর সেটির সন্ধান মিলেছে আটলান্টিক সমুদ্রের ২,৯৫০ ফিট নিচে।

দেশটির নৌবাহিনীর কমান্ডার গেব্রিয়েল আত্তিস নিশ্চিত করেছেন, সাবমেরিনটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

এর কাঠামো পুরোপুরি ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। চারিদিকে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে এর ধ্বংসাবশেষ। সেগুলো ২২৯ ফিট পর্যন্ত দূরে ছড়িয়ে রয়েছে।

মার্কিন একটি অনুসন্ধানকারী সংস্থা ওশান ইনফিনিটি এটি খুঁজে পায়।

একটি আন্তর্জাতিক অনুসন্ধান উদ্যোগ ব্যর্থ হওয়ার পর আর্জেন্টিনা বেসরকারি এই সংস্থাটিকে নিয়োগ দিয়েছিল।

কী হয়েছিল সাবমেরিনটির?

এআরএ সান হুয়ান দক্ষিণ আমেরিকার একদম দক্ষিণাংশে একটি নিয়মিত টহল অভিযানে ছিল। পথে সেটির বৈদ্যুতিক ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়।

বিষয়টিকে তখন যানটির ব্যাটারিতে 'শর্ট সার্কিট' হিসেবে উল্লেখ করা হয়েছিল সাবমেরিন থেকে।

সেসময় মিশন বাদ দিয়ে তখনই তাদের ফিরে আসতে বলা হয়েছিল।

নৌবাহিনীর একজন মুখপাত্র গত বছর বলছিলেন, সাবমেরিনটির ব্যাটারিতে পানি ঢুকেছিল; যার কারণে শর্ট সার্কিট হয়েছে।

গত বছর নভেম্বরের ১৫ তারিখ স্থানীয় সময় সাড়ে ৭টায় সাবমেরিন থেকে জানানো হয় যে, সব ক্রু ভালো আছেন।

এটাই ছিল সাবমেরিনটির সাথে সর্বশেষ যোগাযোগ।

পারমাণবিক বিস্ফোরণের উপর নজরদারি করে এমন একটি সংগঠন এর আট দিন পর জানিয়েছিল যে, তারা সাবমেরিনটির সর্বশেষ অবস্থানের ৬০ কিলোমিটার উত্তরে এক ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে।

কী বলছে আর্জেন্টিনার সরকার ও স্বজনেরা?

নাম প্রকাশে অনিচ্ছুক আর্জেন্টিনার নৌবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, সেটি উদ্ধারের 'ক্ষমতা নেই' আর্জেন্টিনার সরকারের।

তিনি বলছেন, "সাবমেরিনটি সমুদ্রপৃষ্ঠে তোলা অসম্ভব নয় তবে তা খুবই জটিল ব্যাপার। আর তার মানে হলো তা খুবই ব্যয়বহুল।"

ঠিক কী কারণে সাবমেরিনটি এভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেটি পরিষ্কার নয়। কিন্তু সেটি উদ্ধার করার আকুতি জানাচ্ছেন স্বজনেরা।

সাবমেরিনটি নিখোঁজ হওয়ার ঠিক এক বছরে তারা ক্রুদের স্মরণে বিশেষ অনুষ্ঠানে যোগ দেয়ার পরদিনই সাবমেরিনটি খুঁজে পাওয়া যেন তাদের জন্য বাড়তি কিছু বয়ে এনেছে।

সাবমেরিনটির একজন ক্রুর বাবা হোর্হে ভিয়ারিয়াল বলেছেন, "আমরা ওদের খুঁজে পেয়েছি। আমরা এখন সত্যের খোঁজ করবো। আমাদের জন্য একটি নতুন অধ্যায়ের শুরু।"

স্বজনেরা যেকোনো মূল্যেই হোক এটি উদ্ধার করার দাবি জানাচ্ছেন।


আরো সংবাদ



premium cement
‘অহিংস গণ-অভ্যুত্থান’র ১৮ জন কারাগারে ১২০০ জনকে আসামি করে মামলা আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ঢাবি ভিসি প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করতে চান মেয়র ডা: শাহাদাত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ শহীদ পরিবারকে আর্থিক অনুদান সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের জানাজা ও দাফন সম্পন্ন টেকনাফে অপহৃত মৎস্য ব্যবসায়ী উদ্ধার : আটক ৩ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ যমুনার ওপর নবনির্মিত রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু জাবিতে অবৈধভাবে ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৭৫ সদস্যের চট্টগ্রাম ত্যাগ স্বৈরাচারের বিরুদ্ধে চিরকাল সোচ্চার ছিলেন মোহন মিয়া : বাংলাদেশ মুসলিম লীগ

সকল