ভেনিজুয়েলাকে একঘরে করতে কলম্বিয়ার প্রেসিডেন্টের আহ্বান
- এএফপি
- ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫২
কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ইভান ডুকি সোমবার প্রতিবেশী ভেনিজুয়েলাকে কূটনৈতিকভাবে একঘরে করার আহ্বান জানিয়েছেন। দেশটির সরকারকে স্বৈরাচার উল্লেখ করে তিনি সেখানে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনতে চাপ প্রয়োগের কথা বলেন।
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ডানপন্থী এই নেতা বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে যেসব দেশে ভেনিজুয়েলার শরণার্থী আশ্রয় নিয়েছে তাদের সমর্থনে মঙ্গলবার কারাকাসের সাথে কারো বৈঠক করা উচিত না।
কলম্বিয়া ভেনিজুয়েলার ১০ লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
এদিকে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরেয়াজা বলেছেন, তিনি বিশ্বব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সকলের সঙ্গে বৈঠক করতে চান। তিনি তার দেশের নাগরিকদের পুনরায় দেশে ফিরিয়ে আনার জন্য ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা চান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা